মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
তিন সন্তানের জননী জবা আক্তার
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পরকীয়ার সম্পর্কের টানে তিন সন্তানের জননী জবা আক্তার (২৫) স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের বাড়ি চলে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত মঙ্গলবার (২৬-০৮-২০২৫) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার পাইকরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের মুমিন মিয়ার (২১) বাড়িতে তিনি চলে আসেন।
জানা গেছে, একই গ্রামের জামাল আকন্দ (৩৫) সঙ্গে ২০১৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জবা আক্তার আক্তার।
তাদের (জুনায়ীদ,জাহিদ, আকাইদ) তিনটি সন্তান রয়েছে। স্বামী ও সন্তানদের মায়া ত্যাগ করে তিনি পরকীয়া প্রেমিক মুমিনের ঘরে আশ্রয় নেওয়ায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
জবা আক্তার দাবি করেন, দীর্ঘদিন ধরে মুমিনের সঙ্গে তার প্রেম ও শারীরিক সম্পর্ক রয়েছে এবং মুমিন তাকে বিয়ের আশ্বাস দিয়েছিল বলেই সে বাড়ি থেকে বেরিয়ে এসেছে।
তবে এ ঘটনায় বাড়ি থেকে পালিয়ে গেছেন মুমিন। পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করলে মুমিন বলেন, জবা আক্তারের সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই।
আমার সাথে দেবর-ভাবির সম্পর্ক ছাড়া অন্য কোন সম্পর্ক ছিল না। মুমিন আরো দাবি করেন অন্য কারোপ্ররোচনায় সে তার বাড়িতে চলে এসেছে।
জবা আক্তার বর্তমানে মুমিনের বাড়িতেই অবস্থান করছেন বলে জানা গেছে।
তার বাবার বাড়ি একই ইউনিয়নের দাসপাড়া গ্রামে। এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনার সৃষ্টি হলেও এখন পর্যন্ত কোনো প্রকার সংঘাতের খবর পাওয়া যায়নি।