কলমেঃ হাসনাহেনা নুপুর
ঘুচাতে আঁধার এসেছিলে তুমি
গড়িতে মহিয়ান
হে মহা রাসুল তুমি হলে
মোদের জানের জান,
ছোট্ট বেলায় হারালে মাকে
বাবা কে দেখ নাই?
শিশু কালে এতিম হলে
দাদা ও গেল চলে
চাচার কাছে মানুষ হলে
পাক কোরআন এ বলে।
তেষট্টি বছর জিন্দিগিতে
বলো নি মিথ্যা কথা
ধর্ম প্রচার করতে গিয়ে
সহেছো কত ব্যাথা?
রক্তাক্ত করেছে তোমায়
দাও নি অভিশাফ
হাসি মুখে তাদের কে
করে দিছো মাফ।
আল্লাহ তায়ালার প্রিয় বন্ধু
নুরে মোহাম্মাদ
তোমার রওজা দেখব গিয়ে
মনে বড় সাদ?
ঘুমের ঘোরে দিও গো দেখা
করি ও সাফায়াত
তুমি ছাড়া কে ধরবে
এই আমাদের হাত।
তুমি করলে সাফায়াত
ভয়ের কিছু নাই
হাশরের কঠিন মাঠে
তোমায় যেনো পাই?
তোমার মত পরম প্রিয়
বন্ধু কেহ নাই
তোমার কাছে চাই যে মোরা
একটু খানি ঠাই,