পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী জেলা যুব দলের সর্বস্তরের নেতাকর্মীরা সর্বসম্মতভাবে এডভোকেট মোঃ রুহুল আমিন রেজাকে জেলা যুবদলের সভাপতি হিসেবে দেখতে চেয়েছেন। তাদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, কর্মীবান্ধব মনোভাব ও সততা তাঁকে এই পদে যোগ্য প্রার্থী করে তুলেছে।
তৃণমূল নেতাকর্মীরা বলেন, এডভোকেট রেজা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখার সদ্য সাবেক ১নং সহ-সভাপতি, পটুয়াখালী সদর থানা যুবদলের সাবেক আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা এবং পটুয়াখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা সেমিনার সম্পাদক ছিলেন। তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মীর নামে দায়ের করা মিথ্যা মামলায় আইনগত সহায়তা দিয়ে সবসময় তাদের পাশে দাঁড়িয়েছেন। বর্তমানে তিনি জেলার অন্যতম সিনিয়র আইনজীবী ও বিজ্ঞ স্পেশাল পিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাদের ভাষ্য, তিনি যুবদলের ত্যাগী নেতা, কর্মীবান্ধব, কর্মীদের সুখে-দুঃখে আশ্রয়স্থল এবং সবসময় কর্মীদের পাশে দাঁড়ানো একজন নেতৃত্বশীল ব্যক্তি। তাঁর মতো সৎ, দক্ষ ও পরিচ্ছন্ন নেতাকে সভাপতি করা হলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং সংগঠন আরও গতিশীল হবে।
নেতাকর্মীরা আরও জানান, এডভোকেট রেজা কলাপাড়া উপজেলা যুবদল, কলাপাড়া পৌর যুবদল, মহিপুর থানা যুবদল এবং কুয়াকাটা পৌর যুবদলের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রতিটি স্থানে তিনি অত্যন্ত সততার সঙ্গে সম্মেলন আয়োজন করে ব্যালট ভোটের মাধ্যমে কমিটি গঠন করে নজির স্থাপন করেছেন, যা অনলাইনে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এবং কর্মীদের মধ্যে দারুণ উৎসাহ সৃষ্টি করে।
প্রতিটি সম্মেলনে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ কলাপাড়া জনপদের জননেতা, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেন উপস্থিত ছিলেন।
তৃণমূলের দাবি, এমন কর্মীবান্ধব ও গণতান্ত্রিক চেতনার অধিকারী একজন নেতার হাতে দায়িত্ব অর্পণ করলে পটুয়াখালী জেলা যুবদল আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে।