রাজ্জাকুন্নাহার সুমী, বাজিতপুর (কিশোরগঞ্জ) থেকে
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর-হালিমপুর সড়কটির বেহাল দশার কারণে স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। সরারচর মঙ্গলবাড়িয়া বাজার রেললাইন সংলগ্ন সড়ক থেকে নগর ভান্ডা পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সম্পূর্ণ বিকল হয়ে পড়েছে।
সড়কটিতে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং রাস্তা ভেঙে করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। এর ফলে প্রতিদিন সরারচরগামী মানুষকে, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল চালকদেরকে মারাত্মক ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।
এই সড়কটি কালেখাঁর ভান্ডা, নগর ভান্ডা, ঢুলিরচর, শেকদি, হালিমপুরসহ অন্তত সাত-আটটি গ্রামের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় তাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এমন পরিস্থিতিতে স্থানীয় সামাজিক সংগঠন কালেখাঁর ভান্ডা ফাউন্ডেশন এগিয়ে এসেছে। সংগঠনটির সদস্যরা তাদের নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে আদলা ইট দিয়ে সড়কটিকে সাময়িকভাবে চলাচলের উপযোগী করে তোলার কাজ শুরু করেছেন।
এ বিষয়ে কালেখাঁর ভান্ডা ফাউন্ডেশনের সভাপতি মোঃ রকিব হাসান বলেন, “এই সড়কটিতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই পানি জমে থেকে রাস্তাটি ভেঙে যায়। আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে সাময়িক মেরামতের ব্যবস্থা করেছি। তবে স্থায়ী সমাধানের জন্য দ্রুত সরকারিভাবে সংস্কার করা জরুরি।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অবিলম্বে সড়কটি স্থায়ীভাবে সংস্কারের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দাবি করেছেন, দ্রুত এই সড়কের পূর্ণাঙ্গ সংস্কার করা হোক এবং ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এই সমস্যার পুনরাবৃত্তি না ঘটে।