মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা
উপকূলবর্তী মোরেলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বুধবার (৩ সেপ্টেম্বর) এক আনন্দ র্যালি ও আলোচনা সভার মাধ্যমে।
নব্বই রাশি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌর পার্ক সংলগ্ন কাপুড়িয়া পট্টি মেইন সড়কে গিয়ে শেষ হয় র্যালিটি। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিন (১ সেপ্টেম্বর) জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, যা চলে তিন দিনব্যাপী।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এবিএম ওবায়দুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসিরআলাপ, আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন, জেলা সদস্য হাদিউজ্জামান হিরো, উপজেলা সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন ও সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান অনুষ্ঠানে মোরেলগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই দলটি দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও উন্নয়নের পক্ষে কাজ করে যাচ্ছে।তারা আরও বলেন, “বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় এলে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।”
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।