স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের প্রকৌশল শিক্ষায় নতুন দিগন্তের সূচনা হলো। ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IEB)-এর স্বশাসিত সংস্থা বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (BAETE) চালু করেছে তাদের নতুন অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল (ভার্সন ৩)।
গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ আয়োজিত সেমিনারে এ ঘোষণা দেওয়া হয়। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্য, বিভাগীয় প্রধান, আইকিউএসি পরিচালক, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকরা এতে অংশ নেন।
নতুন ম্যানুয়াল আগামী ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে এবং ১ জুলাই ২০২৬ থেকে বাধ্যতামূলক করা হবে।
“বাংলাদেশের প্রকৌশল শিক্ষাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে এ পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু দেশে নয়, বৈশ্বিক ক্ষেত্রেও আমাদের প্রকৌশলীরা মর্যাদা অর্জন করবে।”
— প্রফেসর ড. হাসিব, চেয়ারম্যান, টাস্কফোর্স অন ট্রেনিং মডিউল অ্যান্ড প্রোগ্রাম এভালুয়েশন, BAETE।
নতুন ম্যানুয়ালে অন্তর্ভুক্ত হয়েছে গ্র্যাজুয়েট অ্যাট্রিবিউটস অ্যান্ড প্রফেশনাল কম্পিটেন্সিস (GAPC) ভার্সন ৪, ২০২১, যা আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং অ্যালায়েন্স (IEA)-এর সর্বশেষ মানদণ্ড। এতে শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, বরং পেশাগত নৈতিকতা, অন্তর্ভুক্তি, পরিবেশবান্ধব চিন্তা এবং আজীবন শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংস্কার বাংলাদেশি প্রকৌশল স্নাতকদের জন্য বিদেশে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ সহজ করবে। বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক শিক্ষাপদ্ধতি, গবেষণা ও উদ্যোক্তা তৈরির সুযোগও বাড়বে।
BAETE চেয়ারম্যান ড. তানভীর মঞ্জুর বলেন—
“প্রকৌশলীরা ভবিষ্যতে শুধু অবকাঠামো নির্মাণেই সীমাবদ্ধ থাকবেন না, তারা টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সামাজিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও নেতৃত্ব দেবেন।”
সেমিনারের শেষ পর্যায়ে বক্তারা সকল বিশ্ববিদ্যালয়কে দ্রুত নতুন ম্যানুয়াল গ্রহণ করার আহ্বান জানান। তারা সতর্ক করেন, মানোন্নয়ন না হলে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে পড়বে।