শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

কবিতাঃ প্রেমে প্রত্যাখ্যাত কবি!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

তুমি আমার হতে চাও
বাসতে চাও ভালো,
একা আমার পারবে হতে
ভেবে আমায় বলো !

যদি আমায় বাসো ভালো
চাও হৃদয়টা নিতে,
কবি মন পারবে না গো
সময় আমায় দিতে !

প্রেম প্রীতির সংসার জালে
বন্দি যদি থাকো,
লেখালেখি আর হবে না
যতোই আমায় বকো !

কত জলসায় পাও তুমি
শত ফুলের মালা,
তোমায় যদি বাসি ভালো
পাবো শুধু জ্বালা !

পেতে পারো জনমনে
হাজার সন্মান ,
আমি নারী ভেজে না
তাতে আমার মন !

কবি মন সন্যাসী হয়
সদা নিরন্তর,
বলো তুমি কেমনে করবো
দুই সতীনের ঘর ?

ভালবাসার ভাগ-বাঁটোয়ারা
কেবা বলো চায়?
দুই নারী ওঠে কি গো
এক মাঝির নায় ?

একা মাঝি শত যাত্রী
নায় তোমার ওঠে,
শত হাতের ছোয়ায় কভু
গোলাপ কুড়ি ফোটে?

মেয়ে মানুষ হলেও সতীন
তা-ও যায় মানা,
লেখালেখি হলে সতীন
রাতে দিনে হানা !

আমায় তুমি যেও ভুলে
কবিতার ছন্দে,
সারাজীবন চাই না মরতে
দুই সতীনের দ্বন্দ্বে !

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102