বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ এর সাথে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব এর সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসকক্ষে এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, সদস্য নেছার আহমেদ, ধীরেন্দ্র দেবনাথ, জিয়াউর রহমান, উত্তরণ দাশ জয়, শুকুর আলী।
এ সময় সাংবাদিকরা বিশ্বম্ভরপুর উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ রক্ষা, আইন-শৃঙ্খলা ও নাগরিক সেবা বিষয়ক নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা করেন।
ইউএনও মেরিনা দেবনাথ সাংবাদিকদের সাধুবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। গঠনমূলক সমালোচনা ও সৎ সাংবাদিকতা প্রশাসনের উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, সঠিক তথ্য উপস্থাপন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় অত্যান্ত গুরুত্বপূর্ণ।