কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
নিঃসঙ্গ জীবনে অবিরাম শৃঙ্খলহীন স্পন্দন
সাথী হারা বিহগের নিবৃত্তে হৃদয় ফাটা ক্রন্দন!
প্রলম্বিত হয় মন্হর শূন্যতম হৃদয়ের যামিনী
নির্মক্ষিক আমি মনে হয় মর্গে একা কাটছেঃ রজনী!
বিষন্ন মনে সঙ্গী হীন জীবনের অতীত হাতরাই
কখনও বিছানা ছেড়ে উঠতে ক্লেশিত দেহে কাতরাই!
যাবত জীবন কারাদন্ড প্রাপ্ত আসামীর মত বন্দী
দীর্ঘশ্বাস গুলো বের হতে বার-বার করে সন্ধি!
বিছিন্ন দ্বীপে আটকে পড়া নাবিক আমি
অনাঙ্ক্ষিত অতীতের নিঃসঙ্গতা বড় দামী!
আমাকে গ্রাস করেছে অতীত স্মৃতি, বের হওয়ার দ্বার বন্ধ
হৃদয় মর্ম মূলে ঝরা পাতার মর্মর ধ্বনি পতনের দ্বন্দ্ব !
বাকী রইলো তোমায় নিয়ে হাটার সূর্যালোক বর্ষ পথ
কথা দিয়েছিলে চলবে হাত ধরে লক্ষ যোজন সাথ!
সারা নিশি চোখের অশ্রুতে তোমায় আকিঁ
পরক্ষণেই সম্বিত ফিরে পাই, সবই মরি চিকা, ফাঁকি!
নিয়ন বাতির শহরে অমাবস্যার অন্ধকারে
আস্তে আস্তে আটকে গেলাম নতুন করে চোরা বালুর চরে!
এমন গাঢ় নিকষকালো অন্ধকারে একাকিত্ব ভাঙ্গতে, কোথা থেকে তুমি এলে
আমি তো জীবন বন্ধাত্বের প্রাচীরঘেরা আগল হীন জেলে!
কেন এলে সঙ্গ দিতে, আমি তো নিঃশে, আর ক’দিন বাকি?
মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামির সাথে নিয়ে এলে কি দাম্পত্যের সুরা সাকি?
উন্মত্ত ক্ষিপ্তবৎ তুমি, আত্মহত্যার কেন এত শখ
তুমি কি হিমালয় শৃঙ্গ পাড়ি দেয়া সেই অনমনীয় সাদা বক?
নিঃসঙ্গতার জ্বালা অসহ্য মৃতবৎ, মুক্ত করো আমায়, নিয়ে চলো রাঁচি
দু’জন একাকিত্ব ঘুচিয়ে নিঃসঙ্গ জীবন ছেড়ে, চলো আরো কিছুদিন বাঁচি !