মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।
স্বাধীনতা মানে দুই মুঠো
অন্ন খাবার খাওয়া।
স্বাধীনতা মানে মাথার উপর
একটু ছাদ পাওয়া।
স্বাধীনতা মানে স্বাস্থ্য সেবা,
সু-চিকিৎসা পাওয়া।
স্বাধীনতা মানে সুশিক্ষায়,
আলও শিক্ষিত হওয়া।
স্বাধীনতা মানে অন্যায় নয়,
প্রতিবাদ করা।
স্বাধীনতা মানে অধিকার
ছিনিয়ে আনা।
স্বাধীনতা মানে আনন্দ উল্লাস
হাসি খুশি মন ভরা।
স্বাধীনতা মানে জীবনটাকে,
সুন্দর করে গড়া।
স্বাধীনতা মানে সকাল বিকাল,
নিরাপদে পথ চলা।
স্বাধীনতা মানে খেয়ালখুশি,
ইচ্ছেমত কথা বলা।