লেখক: আব্দুর রহমান আবির
কাজের বোঝা, রাত জাগা,
কত স্বপ্ন মনের কোণে আঁকা।
ঘড়ির কাঁটা ছুটে চলে,
অবিশ্রান্ত পরিশ্রমের ফল মেলে।
টেবিল জুড়ে ফাইলের স্তূপ,
চোখে ঘুম নেই, নেই কোনো রূপ।
তবুও মনে এক স্থির বিশ্বাস,
একদিন আসবেই সাফল্যের আভাস।
মাসের শেষে যখন আসে খাম,
চোখে ভাসে প্রমোশনের নাম।
নতুন দায়িত্ব, নতুন স্বপ্ন,
জীবনে লাগে নতুন দোলা, এক নতুন স্পন্দন।
এ যেন নতুন এক ভোরের আলো,
সফলতা দিয়ে সব অন্ধকারকে দূর করে দিল।
প্রমোশন শুধু পদোন্নতি নয়,
এ হলো স্বপ্নের বাস্তব রূপ, সাফল্যের জয়।