স্টাফ রিপোটারঃ
গত ৯সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে সুফি সেন্টার, ঢাকায় এক মহব্বতপূর্ণ ও স্মরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুফি দার্শনিক, গবেষক, সুফি মেডিটেশন মাস্টার ও সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা ওসমান ফারুকী (খাজাজী হযরত) এর জন্মদিন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্ত-অনুসারী, আলেম-ওলামা, সাংবাদিক, গবেষক এবং সুফি মেডিটেশন শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষভাবে উদ্বোধন করা হয়েছে বহুল প্রতীক্ষিত গ্রন্থ “আত্মার নকশা”-এর মোড়ক। এ গ্রন্থে সুফি দর্শন, আধুনিক বিজ্ঞান এবং আধ্যাত্মিক সাধনার গভীর সমন্বয় তুলে ধরা হয়েছে। উপস্থিত সকলের মতে, বইটি নতুন প্রজন্মের জন্য একটি পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।
দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ খাজাজী হযরতের জন্মদিন উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করেছেন, যেখানে তাঁর আধ্যাত্মিক অবদান, সুফি দর্শন এবং মানবকল্যাণে নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও অসংখ্য অনুসারী ও শুভানুধ্যায়ী শুভেচ্ছা ও কৃতজ্ঞতার বার্তায় অংশ নিয়েছেন।
সুফি সেন্টার কর্তৃপক্ষ ও সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন পক্ষ থেকে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হচ্ছে— যাঁরা সরাসরি উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, যাঁরা কলমের মাধ্যমে খাজাজী হযরত এর সুফি দর্শনকে তুলে ধরেছেন।
যাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন, এবং যাঁরা দূরে থেকেও প্রার্থনায় শরিক হয়েছেন।
এই অনুষ্ঠান শুধুমাত্র জন্মদিন উদ্যাপন নয়, বরং আধ্যাত্মিক চেতনা, মানবিক মূল্যবোধ এবং নূরের পথে সম্মিলিত অঙ্গীকারের প্রতীক।
আল্লাহ্ তাআলা আমাদের সকলকে সত্য, প্রেম এবং শান্তির পথে অবিচল রাখুন।