শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন

অধ্যাপক শরফুল কবির সেলিমের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

বার আউলিয়া ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শরফুল কবির সেলিমের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের জয়নাব কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ মাহফিলের আয়োজন করা হয়।
ব্যাংকার আবু ইউসুফ মুহাম্মদ বাদলের সঞ্চালনায় ও বার আউলিয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রিন্সিপাল ড. রেজাউল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুনতি সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দীন মুহাম্মদ মানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবু তাহের, হাজেরা তুজ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন চৌধুরী, মরহুমের ছেলে আহমদ রাইয়ান, জামায়াত নেতা রফিক দিদার, ডা. মো. মহিউদ্দিন, লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক খলিল চৌধুরী প্রমুখ।

শোক সভায় বক্তারা বলেন, অধ্যাপক শরফুল কবির সেলিম ছিলেন শিক্ষানুরাগী, সৎ, নিরহঙ্কার ও মানবিক গুণাবলির অধিকারী এক আদর্শ শিক্ষক। তিনি জীবদ্দশায় সর্বদা শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চার আলো ছড়িয়ে দিতে কাজ করেছেন। সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের কাছে তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও সমাজসেবক। তাঁর মৃত্যুতে লোহাগাড়ার শিক্ষাঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আমিরাবাদ জয়নাব কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবদুল মোবিন চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102