মোঃ জাবেদুল ইসলাম
লালমনিরহাট জেলায় জন্ম আমার,
হাতীবান্ধা আমার থানা।
সময় হলে বেড়াতে আইসো,
নাই তাতে কোন মানা।
হাতীবান্ধায বান্ধা হাতী আছে,
আছে তিস্তা ব্যারেজ।
অপরুপ শোভা প্রকৃতি তাঁহার,
দেখলে মনটা কাড়ে।
লালমনিরহাট জেলায় জন্ম আমার
গর্বে বুকটা যায় ভরে।
লালমনিরহাট জেলার স্মৃতি ছবি,
রাখবো এ হৃদয়ে ধরে।
লালমনিরহাট জেলার পাটগ্রামে,
আছে তিন বিঘা করিডোর।
বুড়িমারীতে আছে স্থল বন্দর,
মনকে করে দেয় বিভোর।
লালমনিরহাট জেলায় জন্ম আমার ,
হাতীবান্ধা আমার থানা।
ফকির পাড়া ইউনিয়ন আমার,
রমনীগঞ্জ আমার জানা।
সময় হলে বেড়াতে আইসো বন্ধু,
আমার রমনীগঞ্জ গ্রাম।
সবুজ ঘেরা শ্যামল ঘেরা তাঁহার,
অন্যান্য আর এক নাম।