মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।
সুশিক্ষায শিক্ষিত হয়ে তোদের,
রাখতে হবে জ্ঞান।
লোক চক্ষুর অন্তরালে তাহা,
হয় না যেন ম্লান।
সদাচরণ ভদ্রতা আচার ব্যবহার,
দিতে হবে মান।
বয়জৈষ্ঠদের সব সময়,
করতে হবে সম্মান।
আদর সোহাগ মমতা ভরা,
ভালোবাসার প্রাণ।
হিংসা বিদ্বেষ ছুড়ে ফেলে,
গাই প্রেমের গান।
লোভ লালসা মনকে কভু,
দেব না তো ঠাই।
স্বার্থপরতা চরম বিপর্যয়,
এর চেয়ে কিছু নাই।
পরের সেবায় সব সময়,
নিজে করি নিয়োজিত।
পরের ব্যথায় আমার মনকে,
করি যেন ভাই ব্যাথিত।
পরেে দুঃখে দুঃখী আমি,
পরের সুখে সুখী।
পরের মুখে হাসি ফুটাই,
আমি দারুণ খুশি।
নিঃস্বার্থ ভাবে পরের করি,
আমি সেবা যত্ন।
পরের সেবায় আমি হবো,
মহা মুল্যবান রত্ন।