মোঃ ফেরদাউস আলম
বীর মুক্তিযোদ্ধা মরহুম ড়াঃ জয়নাল আবেদীন প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৩/০৮/২০২৪ ইং গত বছরের এই দিনে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন। হে আল্লাহ আমার বাবা কে আত্মাকে শান্তিতে বিশ্রাম দিন এবং পরিবার কে ধৈর্য ও সান্ত্বনা দান করুন। বাবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। বিদেহী আত্মার শান্তি কামনা করি, আল্লাহ আমার বাবা কে জান্নাত ফেরদাউস দান করুন আমিন।
উল্লেখ – বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম ড়াঃ মোঃ জয়নাল আবেদীন ১৩/০৮/২০২৪ইং তারিখে ইন্তেকাল করেন শুক্রবার, সকাল ৯ টায়। তাঁর বয়স ৭২ বছর। আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।আমাদের পরিবারের সদস্যরা তাঁর আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।
আমার বাবা ভালো মনের মানুষ ও সাদা শীদা হৃদয় বান মানুষ ছিলেন এবং ১৯৯৫ সালে টেকের হাটে ফারমেসীর দোকান দিয়ে ছিলেন তখন ৫০ জন ডায়ারিয়া রোগী কে আমার বাবার চিকিৎসায় ও পরামর্শে চিকিৎসায় ভালো হয়, তখন মস্তানগর হাসপাতালে পাড়ান নি আমার বাবা আল্লাহ রহমতে এই আমার আদর্শ বাবার চিকিৎসায় ভালো হয়। তার পরে চট্টগ্রাম স্বাস্হ্য অধিদপ্তরের অফিসার এসে বাবা কে সম্মানা স্মারক প্রদান করেন। আমার বাবার হাতের জছ ভালো ছিল মাশাল্লাহ। আবার আমার বাবায় চোখের স্বপ্নের ওষুধ ও দিতেন। বাবার মৃত্যুর পরের দিন এক লোক এসে ছিল ফেনী থেকে চোখে ওষুধ দেওয়ার জন্য, পরে শুনে বাবা নাই তখন মা,মেয়ে, দুই জনেই কেদে ভেঙে পড়েন।