স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের স্বনামধন্য কিডস ক্লাবের আয়োজনে কিডস ক্লাব এ্যাওয়ার্ড ২০২৫ প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বর্নাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রেসিডেন্ট – বাংলাদেশ কারাতে ফেডারেশনের
ভাইস প্রেসিডেন্ট – CJKS ক্লাব সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান- চট্টগ্রাম ক্লাব।
উপদেষ্টা-কিডস ক্লাব জনাব শিহান মোহাম্মদ শাহজাদা আলম,
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
মোহাম্মদ মিজানুর রহমান।
বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিচালক SPR,
উপদেষ্টা-কিডস ক্লাব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কিডস্ ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক আয়াত উল্লাহ খান
বিশেষ আয়োজনে আরো উপস্থিত ছিলেন কিডস্ ক্লাবের সকল শাখার সহ- পরিচালক, এডমিন, শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীরা সহ সকল অভিভাবকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রামের স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল তথা ন্যাশনাল ইংলিশ স্কুল।আল ফুয়াদ একাডেমী সহ ১৫ স্কুলের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে মার্শাল আর্ট ফাইট / কাতা প্রদর্শনী ও চিত্রাংকন প্রতিযোগিতা সহ ৫ টি বিষয়ে ১০ টি গ্রুপে সর্বমোট ৬০ জন শিক্ষার্থীর মাঝে কিডস ক্লাব অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননা প্রদান ও সার্টিফিকেট সহ মেডেল দেওয়া হয়। তাছাড়া কিডস্ ক্লাবের মার্শাল আর্টের শিক্ষার্থীদের মাঝে বেল্ট প্রদান ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
ক্লাবের চিত্রাংকন বিভাগের শিক্ষার্থীদের মাঝেও সার্টিফিকেট বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সময়োচিত সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, শিশু ও কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই, কারণ খেলাধুলা তাদের সৃজনশীলতা বাড়ায়, নেতৃত্বের গুণাবলী শেখায়, জয়-পরাজয় মেনে নিতে শেখায় এবং নৈতিক চরিত্র গঠনে সাহায্য করে। একইসাথে, খেলাধুলা তাদের অপরাধপ্রবণতা কমিয়ে দেয় এবং লেখাপড়ার প্রতি মনোযোগী হতে সাহায্য করে। প্রযুক্তি নির্ভরতা কমাতেও এবং সুস্থ বিনোদনের জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন,
শারীরিক বিকাশ: খেলাধুলা শিশুদের শরীরকে সচল ও সুস্থ রাখে, যা তাদের শারীরিক বিকাশের জন্য অপরিহার্য।
খেলাধুলা শিশুদের মধ্যে সাহস বাড়ায়, জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি করে এবং তাদের নৈতিক চরিত্রকে উন্নত করে।
প্রযুক্তি নির্ভরতা হ্রাস:
আজকের দিনে প্রযুক্তি নির্ভরতা বাড়ছে। এই নির্ভরতা কমাতে এবং শিশুদের মোবাইল-নির্ভরতা থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাছাড়া ভালো পরিবেশে খেলাধুলা করলে শিশুরা পড়ালেখার প্রতিও মনোযোগী হতে পারে।