একে মিলন সুনামগঞ্জ থেকে:
সুনামগঞ্জে জাতীয় মানবাধিকার সোসাইটি ১৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার রাতে পৌর শহরের বক পয়েন্টে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও আই ডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার বাদল। নবাগত কমিটির সভাপতি মোহাম্মদ আজাদ মুজিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী”র পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন আহমেদ সহ সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল করিম বাবুল সহ সভাপতি এম এ মান্নান সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন আম্মু সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আউয়াল অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুলহাস উদ্দিন ধর্ম সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা,জেলা সংগঠনকে শক্তিশালী করার জন্য সকলের সার্বিক সহযোগীতা ও মানবাধিকার রক্ষায় সবাই ঐকবদ্ধ কাজ করার আহবান জানান।