মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ,বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।
শরৎ কালে কাশ ফুল,
ফুটে নদীর কুলে।
হাওয়ায় হাওয়ায় কাশফুল,
যাচ্ছে দুলে দুলে।
মেঘের ভেলা বেড়ায় ভেসে,
নীল আকাশের কোলে।
মৌ মাছিরা মনের কথা,
যায় যেন বোলে বোলে।
শরৎ কালে মাঝিরা বায়,
পাল তোলা নাও।
বকের সারি ডানা বেঁধে,
হচ্ছে শুধু উধাও।
শরৎ কালে নদীর বুকে,
শীতল হাওয়া বয়।
গাঙচিলেরা উড়ে সেথায়
মনের কথা যেন কয়।
শরৎ কালে শরৎ ঋতু,
সবুজের ঢেউ খেলে।
প্রকৃতির অপরুপ শোভা,
শরৎ কালটা এলে।