
নিজস্ব প্রতিবেদক:
নড়াইল জেলার কালীয়া থানার জামরিল ডাঙ্গা গ্রামের কৃতি সন্তান তিতলী মজুমদার, খুলনা মিউজিক ক্লাবের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সঙ্গীতের উপর শিশুশিল্পী পুরস্কার অর্জন করে
এই প্রাপ্তিতে নড়াইলের সুনাম বয়ে এনেছে এমন কথা ব্যক্ত করেন ১১নং পেড়লী ইউনিয়নের মেম্বার শফিউদ্দিন মোল্ল্যা তিনি আরো বলেন এই প্রাপ্তিতে আমরা ইউনিয়নের সবাই অত্যন্ত আনন্দিত তার শিবনাথ মজুমদার ও রিংকু রানী মজুমদারও সংস্কৃতিক ব্যক্তিত্ব তাই তাদের জ্যেষ্ঠ কন্যাকে ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনে যে সকল শিক্ষকদের কাছে শিক্ষা গ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই তারা হলেন প্রতাপ হালদার (বাংলাদেশ বেতার, খুলনা) ও পরে বিপ্লব রায় (বাংলাদেশ বেতার ও টেলিভিশন) এর কাছে সংগীত শিক্ষা নেন। তাঁর সংগীতে নিয়মিত তবলা সংগত করছেন খুলনা মিউজিক ক্লাবের শিল্পী স্নেহাংশু মিস্ত্রী।২০২৫ সালের মার্চে বিদ্রোহী নজরুল একাডেমি ও খুলনা মিউজিক ক্লাব আয়োজিত অনলাইন প্রতিযোগিতায় (খ) গ্রুপে ১ম স্থান অর্জন করেন। একই বছরে খুলনা মিউজিক ক্লাবের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিবোর্ড প্লেয়ার আরিফুল আমিন সাগর (বাংলাদেশ বেতার, খুলনা) ও স্নেহাংশু মিস্ত্রীর যন্ত্রসংগতে পরিবেশনা করে তিনি “শিশু শিল্পী পুরস্কার ২০২৫” লাভ করেন।
তিতলী মজুমদার আজ নড়াইলের গর্ব।তিতলী মজুমদারের পিতা মাতা সকলের কাছে আশীর্বাদ প্রত্যাশা করেন তাদের মেয়ে যেন সংগীত সাধনা করে একটি ভালো পথের সন্ধান পায়।