
সাহেলা সার্মিন
অদ্ভুত এ দুনিয়ার মায়া!
মোহে মুগ্ধ বুদ হয়ে থাকি আমরা,
মা-বাবা, আত্মীয় বন্ধু বান্ধব
কতো সম্পর্কের সূতোর জাল,
কাওকে আকড়ে থাকি কাওকে ছিন্ন করি,
আসলে কেউ কারো নই!
পৃথিবীর সেরা মুখ সেরা সুখ
মা-বাবার স্নেহ আদর ভুলে যায় সন্তান।
যে তোমায় করেছে সঞ্চীবণী
আহ্লাদী অবহেলা তার তরে
বৃদ্ধাশ্রমের ঠিকানা খুঁজে তারা।
ভাই ভাইকে, ভাই বোনকে, বোন ভাইকে,
সন্তান মা-বাবাকে ———-
কেউ, কেউ কথা রাখে না।
স্বামী স্ত্রীকে দেয়া কথা রাখে না
স্ত্রীও স্বামীকে,
অবুঝ একাধিক সন্তান স্বামী ফেলে
পরকীয়ায় সাজায় নতুন সংসার!
বউ ছেলে-মেয়ে রেখে স্বামীও
পরকিয়ায় কাটায় প্রহর।
বন্ধু বন্ধুর জন্যেও এখন আর হয়না নিবেদিত প্রাণ!
যে একসময় ছিলো পয়মন্ত
এখন বিরক্ত হয় লহমায়
কথা দেয়, কথা রাখে না,
স্বার্থের খাতিরে বন্ধুত্ব,
ভালো সময় কাটানোর জন্য বন্ধুত্ব
বন্ধু বানানোর জন্য বন্ধুত্ব।
সেখানে আত্মা থাকে বহুদূর,
সে ছোঁয়না বন্ধুত্বের শিকড়
আর তাই কথা দিয়ে কথা রাখে না!
প্রেমিকের রুদ্ধশ্বাসে কাটে বিরহের প্রহর
প্রেমিকার সুক্ষ্ম তাচ্ছিল্য ও অবহেলা
কষ্টের দরিয়ায় বহে সুনামি
তবুও কথা রাখেনা সে!
রাজনৈতিক জোয়ারে ভাসে নেতাদের কথা,
রাস্তা হবে,ব্রিজ হবে,বিধবা ভাতা হবে,
যুবকদের কর্ম সংস্থান হবে,শিক্ষা ভাতা হবে
বেকার সমস্যার সমাধান হবে।
তারাও কথা রাখেনি;
এই কথারা এখন বড়োই মূল্যহীন,
খুচরো দরে বিক্রি হতে হতে
এখন যা আছে ছেঁড়া ফাঁটা।