শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

সীরতুন্নবী (সা.) ১৬তম দিবসের বক্তারা বলেন -রাসূল (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ ও অনুকরণের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম

১৯সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে উদ্বোধনী (১৬তম) দিবস অনুষ্ঠিত হয়। মাহফিলে দুই অধিবেশনে কুতুব শরীফ দরবারের শাহজাদা আলহাজ্ব মাওলানা মুনিরুল মান্নান কুতুবী ও কক্সবাজার পেকুয়া বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা বদিউল আলম জিহাদীর সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান ও ফুলকলির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শাহ আলম, চট্টগ্রাম বিল্ডার্সের চেয়ারম্যান আলহাজ্ব নাসির উদ্দিন।চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী এর যৌথ সঞ্চালনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড.মাওলানা আ.ফ.ম. খালিদ হোসেন , মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার সিলেট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড.মাওলানা ফয়জুল হক, হাফেজ মাওলানা আব্দুল হামিদ, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আব্দুল মান্নান শামসী। মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, মাওলানা কাজী নাসির উদ্দিন, আলহাজ্ব ইদ্রিস মিনহাজ, আলহাজ্ব মোহাম্মদ ইউনুস, ইসলামীক ফাউন্ডেশন চট্টগ্রামের পরিচালক সরকার সারোয়ার আলম। বক্তরা বক্তব্য বলেন রাসূল (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ ও অনুকরণের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, কারণ তাঁর আদর্শ মানবতাবিরোধী বিবাদ, হিংসা ও সংঘাত দূর করে মানুষের মধ্যে সম্প্রীতি, ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা গড়ে তুলতে সাহায্য করে। পবিত্র কুরআনে বলা হয়েছে, “তোমাদের জন্য রাসূল (সা.) এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ”, যা এই বিশ্বাসকে সমর্থন করে। তাঁর জীবনাদর্শকে মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা আজকের অশান্তিময় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার একমাত্র বিকল্প প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102