
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
যুগশ্রেষ্ঠ আলেম আশেকে রাসুল (দ.) হযরত মাওলানা হাফেজ আহমদ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ১৭তম দিবস ২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার অনুষ্ঠিত হয়। শাহ রশিদিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু বকর ও চন্দনাইশ সাতবাড়িয়া দরবারের শরীফ পীর সাহেব আলহাজ্ব মাওলানা আবদুল হালিম এর সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী,বিশিষ্ট গবেষক আলহাজ্ব আহমদুল ইসলাম চৌধুরী, অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, মানবিক চিকিৎসক আলহাজ্ব ডা.মাহমদুর রহমান ।
চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন এর সঞ্চালনায় আলোচনা করেন আলহাজ্ব মুফতি মাওলানা আমির হামজা, বিজিবি ক্যাম্প সিকদারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আবদুর রহীম বশরী, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী চট্টগ্রাম কদমতলী বায়তুল জান্নাত মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু তৈয়ব, কল্পলোক আবাসিক জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা ইমরান সাঈদ, পুটিবিলা নালারকুল জামে মসজিদের খতিব মাওলানা আবদুল করিম। বক্তারা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা ইসলামে একটি গুরত্বপূর্ণ অধ্যায়। সাম্প্রদায়িক সম্পর্ক তিক্ত থাকলে সমাজে ও রাষ্ট্রে অশান্ত পরিবেশ গড়ে উঠে। মহানবী (সা.) এর উদ্যোগে মদিনার মুসলমান, পৌত্তলিক ও ইহুদিদের মধ্য স্বাক্ষরিত ‘মদিনা সনদ’ এ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার বিষয়টি ছিল অন্যতম একটি গুরত্বপূর্ণ বিষয়। পবিত্র কুরআনে বলা হয়েছে, ‘ দ্বীনে (ধর্মে) কোন জবরদস্তি নেই’, সব সম্প্রদায়ের প্রতি ন্যায়বিচার করা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য অপরিহার্য। অমুসলমানদের প্রতি ন্যায়বিচার করার জন্য মুসলমানদের নির্দেশ দিয়ে কোরআন শরিফে বলা হয়েছে, ‘হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানে অবিচল থাকবে। কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদের এমনভাবে প্ররোচিত না করে যে তোমরা ন্যায়বিচার করবে না। তোমরা ন্যায়বিচার করো।’ ধর্মীয় ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা যাবে না। অপরাধের জন্য ব্যক্তি দায়ী হবে, সম্প্রদায়কে দায়ী করা যাবে না। কোরআন তেলাওয়াত করেন হিজবুল্লাহ আল মুজাহিদ, মিযানুর রহমান। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন তানভিরুল হক তাহসিন, ওসমান বিন জাফরী, নুরুল কিবরিয়া সাকিব দিলকশ চাটগামী, হাফেজ মুহাম্মদ এরশাদ। আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব মাওলানা কাজী নাসির উদ্দিন,আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক, এইচ.এম. মাহাবুবুল হক , মোহাম্মদ আলি উদ্দিন ও সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক প্রমুখ।