শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

জয়পুরহাটে শারদীয় দূর্গাপূজা ঘিরে বাড়তি নিরাপত্তা 

Coder Boss
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ Time View

 

রাশেদ ইসলাম, জয়পুরহাট:
শারদীয় দূর্গাপূজা ঘিরে জয়পুরহাটে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ প্রশাসন। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠান হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। তিনি বলেন, “দূর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতিরও প্রতীক। তাই এ সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

পুলিশ সুপার আরও জানান, পূজামণ্ডপগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন, মোবাইল টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। জেলার প্রতিটি উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।

সভায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, প্রেসক্লাব সভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মাশরেকুল আলম, সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম, সুজন কুমার, সালেহুর রহমান সজিব, জনি সরকারসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী। বক্তারা বলেন, সংবাদকর্মীরা জনগণের চোখ-কান। সঠিক তথ্য প্রচারের মাধ্যমে তারা জনমনে আস্থা ও সচেতনতা সৃষ্টি করতে পারেন। উৎসবের আনন্দঘন পরিবেশ ধরে রাখতে তাদের ইতিবাচক ভূমিকা অপরিহার্য।

সভা শেষে পুলিশ সুপার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “প্রশাসন ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করলে জয়পুরহাট জেলায় কোনো অশান্তি ঘটতে পারবে না। আমরা চাই, সবাই মিলেমিশে আনন্দঘন পরিবেশে শারদীয় দূর্গাপূজা উদযাপন করুক।”

পুলিশ ও সাংবাদিকদের এই যৌথ অঙ্গীকার স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ সাধারণ মানুষকে আশ্বস্ত করেছে। তারা আশা করছেন, আসন্ন পূজা শান্তিপূর্ণ, নিরাপদ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102