
মোঃ জাবেদুল ইসলাম
পুরুষ হয়ে জন্ম নিলে,
সব জায়গাতে দোষ।
ঘরের বউকে শাসন করলে,
বউ করে ফোঁস ফোঁস।
বাহিরে যেতে বারণ করলে
বউ হয়ে যায় জেদি।
চাকুরি করতে না দিলে,
বউ উঠে শুধু কাদি।
প্রতিদিন সকাল বিকাল,
দেয় বউ যেন খোঁটা।
বউয়ের কথা ভালো লাগে না,
যেন বন্ধুকের টোটা।
পুরুষ মানুষ বউকে যদি,
একটু দেয় ধমক।
অমনি বউ বাপের বাড়ি,
দেয় সে এক চমক।
এখন বলেন আপনারা ভাই,
পুরুষ যাবে কোথায়?
বউ জানে না পুরুষ ছাড়া,
স্বামী নাই তার হেথায়।