
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়ন শাখা তাঁতীদলের নতুন কমিটির বিশাল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩সেপ্টেম্বর ২০২৫ ইং) নরসিংদী সদর উপজেলা মাধবদী থানার খড়িয়া বাজারস্থ বিএনপি পার্টি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলায়েত এর মধ্য দিয়ে সভা শুরু হয় ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণিল সাজে উৎসব মুখর পরিবেশে কয়েক শতাধিক দলের পরিক্ষিত ত্যাগী নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির আগমনে নতুন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক এর নেতৃত্বে কমিটির সদস্যরা জেলা তাঁতীদলের সভাপতি সৎ যোগ্য ত্যাগী পরিক্ষিত নেতা সাদা মনের মানুষ হুমায়ন কবির কামাল সহ জেলা,উপজেলা,পৌরসভা থেকে আগত অতিথিগনকে ফুল দিয়ে বরণ করে সু-স্বাগত জানানো হয়। পরে কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক সহ সবাইকে প্রধান অতিথি পরিচিতি করিয়ে দিয়ে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়ে দলের হাই কমান্ডের নির্দেশ বাস্তবায়নের জন্য সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান করা হয় । উক্ত অনুষ্ঠানে কাঠালিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী মনিরুল ইসলাম দেওয়ান এর সভাপতিত্বে ও মাধবদী থানা যুবদল সিনিয়র সহ সভাপতি সাজোয়ার হোসেন ভূইয়ার সঞ্চালনায় পরিচিতি সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা তাঁতীদল এর সভাপতি হুমায়ুন কবির কামাল। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাঠালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ ইসহাক মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নরসিংদী জেলা তাঁতীদল প্রচার সম্পাদক সাংবাদিক বশির আহম্মদ মোল্লা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবদী থানা তাঁতীদল সভাপতি হাজী মোঃ ইয়াকুব কাজী, মাধবদী থানা তাঁতীদল সাধারণ সম্পাদক হাজী মোঃ আজহারুল ইসলাম প্রধান। এসময় উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সহসভাপতি আলমগীর হোসেন ও যুগ্ম সাধারন সম্পাদক মো: নাছির উদ্দিন, মাধবদী থানা তাঁতীদল সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আবুল হাসনাত,মাধবদী থানা তাঁতীদল সিনিয়র সহ সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, সদর উপজেলা তাঁতীদলের সভাপতি পদ প্রার্থী মো: মোস্তফা মিয়া, নরসিংদী শহর তাঁতীদল সভাপতি পদ প্রার্থী মো: মানিক মিয়া ও সাধারন সম্পাদক পদ প্রার্থী মো: ফাহিম মিয়া সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীগন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়ন করতে শহীদ জিয়ার আর্দশ বুকে লালন করে নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারন সম্পাদক আলহাজ¦ মনজুর এলাহীর নেতৃত্বে নরসিংদী থেকে চাঁদাবাজী,লুটপাট, নৈরাজ্য, জমি দখল,মাদক,নারী নির্যাতন সহ সকল সন্ত্রাসী কর্মকান্ডের বিরোদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আওয়ামী লীগের দোসররা দলে ডুকে দলের নাম ভাংঙ্গিয়ে কোন ধরনের অপকর্ম করতে না পারে এ ব্যাপারে সবাই সুচ্ছার আরো হতে হবে। দলের প্রতিটি নেতাকর্মী সকল দ্বিধাদন্ধ ভুলে গিয়ে ঐক্যবন্ধভাবে মাঠে কাজ করে তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, কাঠালিয়া ইউনিয়ন ও মাধবদী সহ নরসিংদী-১ আসনের জনগন বিগত দিনের ন্যায় আবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব, ডাকসুর সাবেক জিএস এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জননেতা খায়রুল কবির খোকনকে জনগণের বিপুল ভোটে সংসদে পাঠিয়ে এবং তাঁকে মন্ত্রী হিসেবে আমাদের নরসিংদীতে ব্যাপক উন্নয়ন মুলক কাজ করিয়ে এলাকাতে গনজোয়ার সৃষ্টি করতে হবে। কাঠালিয়া ইউনিয়ন তাঁতীদল জার্কজমকপুর্ন এত সুন্দর পরিচিতি সভার আয়োজনের জন্য দলের সকল আয়োজকগনকে নরসিংদী জেলা তাঁতীদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিন্দন জানান তিনি।৩ বারের সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদ জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করেন।