
আফসানা আক্তার
এইতো সেদিনের কথা-
শারদীয় এক সকালে পরিচয় আমাদের,
ওই ফিকে নীল শার্টটা সাক্ষী
সাক্ষী ওই দুই চোখ, গম্ভীর প্রতিবিম্বের।
সেদিনের হাওয়া আজও গোপনে বয়ে যায়
মনে করিয়ে দেয় অচেনা পরিচয়ের উষ্ণতা,
সময়ের ভাজে লুকানো সেই প্রথম দৃষ্টি
আজও বেজে ওঠে হৃদয়ের গোপন তারে।
ওই নীরবতায় আমি খুঁজে পেলাম সুর
সেই সুরে বাজতো নতুন কবিতার আহ্বান,
নীল আকাশ ভেসে যেতো তোমার দু’চোখে
আর হাসি, যা ছিল প্রার্থনার শ্রেষ্ঠ দান।
খাঁচায় বন্দী পাখি,অ্যাকুরিয়ামের মাছ
সব কিছুকেই মনে হতো কবিতার মুক্ত লাইন,
তোমার চোখের গভীরতায় খুঁজতাম আকাশ
তোমার নীরবতায় শুনতাম সমুদ্রের গান।
আজ তুমি গেছো হারিয়ে –
তোমার না থাকা আমায় নিয়েছে মহাশূন্যে,
তোমার ছায়া এখনো ভাসে চোখের পাতায়
তোমার কন্ঠ মিশে আছে বাতাসের ফিসফিসে।
সাগরের মাছ যেন বন্দী
আকাশের পাখির ঝাঁক যেন নিঃস্ব,
কাশ্মীর যেন হারিয়েছে সর্বস্ব।
চাঁদের আলো ফিকে হয়ে যায়
তোমা ছাড়া কিছু নেই।
যতই ডাকি শূন্য আকাশে
তোমার সাড়া মেলে না আর,
তোমার অভাব ভরিয়ে রেখেছে
এই প্রাণের প্রতিটি দ্বার।
যদি পারতাম থামাতে সময়
রেখে দিতাম তোমায় কাছে,
কিন্তু নিয়তি কেবল কাঁদায়।
এ জীবন আর রঙে সাজে না
সবই শুধু ক্ষয় আর ব্যথা
কেন আসে প্রম,কেন এই পরিনতি?