রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া প্রেসক্লাব এর অফিস উদ্বোধন মাটি – মা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক সাহিত্য রসগ্রহণ অনুষ্ঠানে নতুনতারা’র প্রতিষ্ঠাতা সংবর্ধিত সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দ্বীপশিখা পদক পেলেন জগন্নাথপুরের কৃতি সন্তান শাহিনুর রহমান কারো কাছে নিজের সমস্যা বলার আগেই ভাবুন গঙ্গা–পদ্মার ন্যায্য হিস্যা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিশাল গণসমাবেশ হাওরাঞ্চলের উন্নয়নে ধানের শীষে ভোট চান আনিসুল হক ট্রাভেল এজেন্সির প্রস্তাবিত খসড়া অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবি, আটাব, বায়রা ও হাবের মানসিক চাপদাতা: জীবন্ত লাশ বানানোর ভয়ঙ্কর হত্যাকারী সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে জনগণের আমানতের খেয়ানত হবেনা- এডভোকেট ইয়াসীন খান সিডর আঘাতের ১৮ বছর, ভেড়িবাঁধের অভাবে আজও দুর্ভোগে, ১৮ কিলোমিটার রাস্তা ও বেড়িবাঁধের দাবি

মার্কিন প্রেসিডেন্ট শ্রদ্ধেয় জো বাইডেন স্যার!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

বিশ্বের হিতৈষী একজন কে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় বিশ্বের পোনে আটশত কোটি জনগন। মানতে চায় একজন বিশ্ব দরদী মোড়ল হিসাবে! মার্কিন
attitude সবসময় এই চাওয়া পাওয়ার বিপরীত মুখী হওয়ায় হতাশ করে আশি শতক বিশ্ব অভুক্ত জনগনকে!

ছোট দেশগুলো খাদ্য কেনার চেয়ে অস্ত্র কিনতে বাধ্য হয় নিজ অস্তিত্ব টিকিয়ে রাখতে। ভারতের মত দেশ প্রতি বর্গকিলোমিটারে ৪৭৮ জন লোকের বাস, যার ৭৮% মানুষ সুষম খাদ্য পায় না, জন্মনিরোধক Instruments সরকার বিনামূল্যে দিতে পারে না, সুপেয় জল নাই, স্বাস্হ্যকর সেনিটেশন নাই ৩২% লোকের, বিনামূল্যে বই তুলে দিতে পারে না ছাত্রছাত্রীদের হাতে তাকে নিজ সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে S 400 কিনতে হয়, বাংলাদেশ কে F 16 রাফায়েল ঈগল কিনতে হয় —-

ইউক্রেন যুদ্ধ একটা ইরাক আমেরিকা, ইরাক ইরান, কোরিয়া আমেরিকা, ভিয়েতনাম আমেরিকা, আফগান আমেরিকার মত যুদ্ধ যা বিশ্বের ১০% লোকেও জানতেো না অথচ এসব যুদ্ধে ১৫/২০/ লাখের কম লোক আমেরিকার হাতে হত্যা হয় নাই! কোন দেশে একটাকা তেল ডাল ভোজ্য তেল জ্বালানি তেলের বাড়ে নাই! কেন বাড়ে নাই, কারন জাতিসংঘ বা কোনদেশ আমেরিকার উপর EMBARGO দেয় নাই! তাহলে বিশ্বে দুর্ভিক্ষা সৃষ্টির জন্য দায়ী কে, ইউক্রেন আক্রমণ করার পিছনের ইতিহাস ও মার্কিন পলিসি দায়ী, ইউক্রেন কে NATO তে অন্তর্ভুক্ত করার পায়তারা করবেন আর রাশিয়া বসে থাকবে এমন টা আহাম্মক রাশিয়াাকে ভাবা ও আর একটা আহম্মকী!

বাইডেন স্যার ক্ষমতায় এসেই বলেছেন,
১. “It is our mistake not to TAKE CARE Asia rather we devoted our whole intelligence in Middle East!
২. চীন অনেক শক্তি মত্তা বিস্তার করে ফেলেছে We must stop him in that limit.
৩. তিনি ব্রাসেলসে NATO সন্মেলন ডেকেছেন তড়িঘড়ি করে এবং ব্রাসেলস বিমানবন্দরে ই ” চীনকে আর বাড়তে দেয়া হবে না ” এমন হুঙ্কার ছেড়েছেন!
৪. তিনি মীমাংসিত তুরস্ক বিমানবন্দরে সৌদি সাংবাদিক ‘খাসোগি” হত্যার জন্য “সৌদি যুবরাজ সালমানকে” দায়ী করেন এবং তার বিচার করবেন বলে হুমকি দেন, কেন স্যার, আপনি কি সারা বিশ্বের পুলিশ প্রশাসন? মার্কিন রা কি বিশ্বের আদালত? তা হলে “সাদ্দাম, গাদ্দাফি হত্যার বিচার করুন। বিচার করুন,
সেদিন ও আফগান থেকে মার্কিন সেনারা পালাবার সময় আপনি ড্রোন পাঠিয়ে যে লোকগুলো হত্যা করলেন তার মধ্যে এক প্রকৌশলী পরিবারে ৬ জন লোক মারা গেলো, নিপাত হলো একটা পরিবার দুনিয়ার
আলো হাওয়া থেকে, তাদের বিচার করুন!
৫. NATO ব্যবহার করতে যেয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে যা করাচ্ছেন তাতে আপনার হাতে NATO শেষ হলো।
জার্মান ৫৫ বিলিয়ন ডলারের গ্যাস লাইন অকেজো হলো আপনার হাতে, আপনি কি ইউরোপীয় ২৭ টা দেশের বন্ধু না পরোক্ষ ———
৬. ইউক্রেন কে অস্ত্র দিয়ে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিনাম ইউক্রেন নামক দেশটা বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে এবং বিশ্বে দুর্ভিক্ষে হাজার হাজার লোক মারা যাবে!
আপনার মিত্র রা আপনাকে ঠেকায় পড়ে সাহায্য করায় জনগনের চাপে ক্ষমতা হারাচ্ছেন, বরিস জনসন, ইতালির দ্রাঘির শেষ, ঠান্ডায় হাউজ বার্নার না জ্বললে জার্মান, হাঙ্গেরি, ইতালির নতুন যে আসবে সবাইকে হয় NATO থেকে বের হয়ে আসতে হবে নতুবা ক্ষমতা ছেড়ে
দিতে হবে।

সব শেষে আমি ক্ষুদ্র দেশের ক্ষুদ্র একজন লেখক বলতে চাই, ” It would be difficult on your part to come on POWER in next ELECTION too.
আবার সব মার্কিন একই রকম হলে You are the best on for them but not for the WORLD.

আমার এ লেখার সময় জানলাম ৯৯ বছর বয়সের “কিসিঞ্জার” সেদিন আপনার বিরুদ্ধে বলেছিলেন, আজ সম্পূর্ণ বিপরীত মুখী কথা বলেছেন, যা আপনার সুরে সুর —- যদি বলি সব মার্কিন জনগন এ বিশ্বে সাদা চামড়া কালো চামড়াদের শাসন করবে এই মানসিকতা পোষন করে?

তৃতীয় বিশ্বযুদ্ধ হলে শান্তি পাবেন না স্যার, রাশিয়ান ডিফেন্স মিনিস্টার তো একমাস আগে বলেছেন, “No more Air Craft war, only Nuclear weapon.
আপনার এক পাগল ইসরায়েল সে ও রাশিয়ার পক্ষে আপনি বুঝতে পারেন কিনা, আপনার নির্দেশে ড্রোন দেয় নাই ইউক্রেন কে! রাশিয়ার আছে ইরান, উত্তর কোরিয়া, সিরিয়া ——- একতরফা হিরোশিমা নাগাসাকি বানাতে পারবেন না স্যার, আপনার ভুল পদক্ষেপে ইরান তুরস্ক রাশিয়া চীন পাকিস্তান ভারত উত্তর কোরিয়া গোটা মধ্য প্রাচ্য আজ এক হলো, তেল পান নাই খাসোগি হত্যার ধমক দিয়ে ও, ” Love is more Powerful than THREAT sir “!

সারা বিশ্বে কেউ শাসন করার জন্যও থাকবে না শাসিত হওয়ার জন্য ও থাকবে না, শুধু পোড়ামাটি থাকবে যে কাজটা আপনার হাতেই হতে যাচ্ছে!!!

ভাল থাকেন, সুস্থ থাকেন, একজন আহাম্মক বন্ধুর থেকে শত জ্ঞানী শত্রু হাজার গুন ভালো!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102