
শাহ্ ফুজায়েল আহমদ
বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা জামায়াতের উদ্যোগে কেন্দ্র ঘোষিত ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলায় ২৬ সেপ্টেম্বর শুক্রবার বেলা ২ ঘটিকার সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান এর সভাপতিত্বে ও পৌর জামায়াতের সভাপতি আবুল হোসাইন মো: ওয়ালী উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন হোসাইন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্য বলেন, জামায়াতের কেন্দ্র ঘোষিত ৫ দফা গণদাবি অবিলম্বে মেনে নিয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে, আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।সকল দলের জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, স্বৈরাচার কর্তৃক সকল গুম,খুন ও গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে এবং স্বৈরাচারের দোসরদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, শ্রমিক কল্যান ফেডারেশন জগন্নাথপুর উপজেলা সভাপতি দিলোয়ার হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মো: আবু তাইদ, কলকলিয়া ইউনিয়ন সভাপতি মো: লুৎফুর রহমান, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা হোসাইন আহমদ, পেশাজীবি উপজেলা সভাপতি মো: কবির উদ্দিন, রাণীগঞ্জ ইউনিয়ন সভাপতি আব্দুল মুক্তাদির খালেদ, পাটলী ইউনিয়ন সভাপতি তৈয়বুর রহমান, যুব বিভাগের উপজেলা সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, আশারকান্দি ইউনিয়ন সভাপতি সৈয়দ নেকবর আলী, পাইলগাঁও ইউনিয়ন সভাপতি বেলায়েত হোসেন গুলজার,ছাত্রশিবির উপজেলা পশ্চিম আদর্শ শাখার সভাপতি আবু তাহের সিদ্দিক, কলেজ সভাপতি মাহমুদ আল হাসান, জামায়াত নেতা ও ব্যবসায়ী মাওলানা নেছার উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, আতিকুর রহমান, মাওলানা আলী আহমদ, প্রমুখ।