শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

নওগাঁয় মানাপের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ Time View

 

মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন
নওগাঁ প্রতিনিধি

প্রতি বছরের মতোই বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখা এ বছরেও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসহায় পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে বস্ত্র বিতরণ করেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় নওগাঁ জেলা শাখার কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শতাধিক সনাতন ধর্মাবলম্বী অসহায় পরিবার এ সময়ে বস্ত্র উপহার পান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানাপ কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক ও জেলা শাখার সভাপতি উত্তম সরকার। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটু।

প্রধান ও বিশেষ অতিথিরা

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা কালচারাল অফিসার ও জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা মোঃ তাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতাবাদী চন্দন কুমার দেব, কবি ও সাহিত্যিক মোঃ মনোয়ার হোসেন লিটন, সমাজসেবক লিটন কুমার দাস, ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত বাবলু (উপদেষ্টা, মানাপ নওগাঁ), মোঃ রফিকুল ইসলাম মন্টু (সাধারণ সম্পাদক, উদীচী শিল্পী গোষ্ঠী নওগাঁ), মানাপ নওগাঁর সহ-সভাপতি রাবেয়া খাতুন বেলি, এস এম আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক অন্তর আহমেদ, সাংবাদিক মোঃ সজিব হোসেন, সদস্য পারভেজ হাসান ফয়সাল, মিনা সরকার, আফিয়া সুলতানা প্রমুখ।

মানবতার বার্তা

সভাপতি উত্তম সরকার বলেন,

> “মানাপ নওগাঁ জেলা শাখা ২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে মানবতার সেবায় কাজ করছে। আগামীতেও আমরা অসহায় মানুষের পাশে থাকব। সমাজের বিত্তবানদের প্রতি আমাদের আহ্বান—অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ান।”

 

অনন্য উদ্যোগ

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এই উদ্যোগকে অতিথিরা মানবতার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102