
শামসুন্নাহার, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় বিজিবির বিশেষ অভিযানে ২৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২৬ /৯/২০২৫ ভোরে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) একটি বিশেষ টহল দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনামসজিদ-শিবগঞ্জ সড়কে অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলযোগে আসা দুই ব্যক্তি টহল দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায় এবং একটি ব্যাগ ফেলে রেখে যায়।
পরবর্তীতে টহল দল ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে ২৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।