
নরসিংদী প্রতিনিধি:
আগামীর রাষ্ট্র নায়ক ও বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের এর আস্তা ভাজন, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা যুবদলের সভাপতি, নরসিংদী সরকারী কলেজ এর সাবেক জিএস, নরসিংদীতে সবচেয়ে বেশি মামলা আসামী হয়েছিলেন, বার বার কারা নির্যাতিত, রাজপথ কাঁপানো, গণমানুষের নেতা, গরীব ও মেহনতী মানুষের আস্থা রায়পুরার কৃতি সস্তান নরসিংদী-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহসীন হোসাইন বিদ্যুৎকে বিশাল গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। অভূতপূর্ব গণজোয়ারে রায়পুরায় মোহসীন হোসাইন বিদ্যুতের সংবর্ধনা অনুষ্ঠানে কোরআন তেলায়েত শেষে জাতীয় সংগীত ও দলীয় সংগীত এর মধ্য দিয়ে সভা শুরু হয়। পরে ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতাদের মনোত্তর ও বৈষম্য বিরোধী আন্দোলনের আহত নেতাদের সম্মাননা ক্রেষ্ট প্রদান। ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণিল সাজে উৎসব মুখর পরিবেশে বিশাল গাড়ী বহর নিয়ে বিভিন্ন এলাকা থেকে বাদ্য যন্ত্র বাজিয়ে সংবর্ধিত প্রধান অতিথি মহসীন হোসাইন বিদ্যুৎকে স্বাগত জানাতে মিছিলে মিছিলে মুখরিত করে তুলেন। হাজার হাজার দলের পরিক্ষিত ত্যাগী নেতাকর্মীদের উপস্থিতিতে বিশাল গন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, রায়পুরার উন্নয়ন, শিক্ষা, খেলাধুলা এবং তরুণ সমাজকে এগিয়ে নিতে মোহসীন হোসাইন বিদ্যুতের অবদান অনন্য। তিনি দলের দুর দিনে সবসময় মানুষের পাশে থেকেছেন এবং জনসেবাকে জীবনের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন। তারেক রহমানের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ আসন থেকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবী করা হয়।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর উপজেলার বড়চর বাহাদুরপুর লোচনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন প্রধান অতিথি নরসিংদী-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহসীন হোসাইন বিদ্যুৎকে গণ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠিত গণ সংর্বধনা অনুষ্ঠান ও জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত প্রধান অতিথি নরসিংদী-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহসীন হোসাইন বিদ্যুৎ। উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মহর আলীর সভাপতিত্বে সেক্রেটারী প্রফেসর শফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা এ্যাড. আল আমিন হোসেন বিপ্লব, আলমগীর হোসেন,আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান শাহিন, জাকির হোসেন, শহীদুল্লাহ, হাফিজুর রহমান হাফিজ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা মো: শাহজান সরকার সোহাগ,জেলা যুবদলের সহসভাপতি এস এম সনেট ও সহসভাপতি ফরহাদ হোসেন চৌধুরী,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো: বিল্লাল হোসেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জামান মিয়া, উপজেলা যুবদল নেতা সানাউল্লাহ প্রধান,যুবদল নেতা মানিক মিয়া প্রমুখ।
নরসিংদী-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহসীন হোসাইন বিদ্যুৎ বলেন,ফ্যসিষ্ট শেখ হাসিনার আমলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর পরিবার সবচেয়ে হয়রানী মামলা সহ বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়েছেন। তারেক রহমান এর নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। বিগত ১৭ বছর যাবত ব্যবসা-বাণিজ্য,স্কুল-কলেজ,মসজিদ,মাদরাসসহ প্রতিটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে বিরোধী দলের কোনো ঠাঁই হয়নি। ছাত্র-জনতার গণবিক্ষোভ ও গণ আক্রোশে শেখ হাসিনা তার বোনকে নিয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।
তিনি আরো বলেন, ৩৬ বছরের রাজনৈতিক জীবনে ৪৩টি মামলা খেয়েছি।এর মধ্যে ৬বছর ৮মাস কারাগারে কাটিয়েছি। অসংখ্য বছর ফেরারি ছিলাম। পলাতক ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে বিগত সময় আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথ থেকে, কোনো দিন পালিয়ে যায়নি। যার জন্য মামলা, হামলার শিকার হয়েছি। “আমি মানুষের ভালোবাসাকেই সবচেয়ে বড় সম্পদ মনে করি। রায়পুরার উন্নয়ন এবং মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই।”