মোঃ রায়হান পারভেজ নয়ন
ডিমলা নীলফামারী প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর শনিবার নীলফামারীর ডিমলা উপজেলার খালিসা চাপানী ইউনিয়নের ললকুড়াপার এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজন ব্যক্তিকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল সক্রিয়ভাবে সহযোগিতা করে, যা পুরো অভিযানে কার্যকারিতা বাড়ায়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির সাংবাদিকদের বলেন,
সরকারি বিধি-নিষেধ অমান্য করে কেউ পরিবেশ ও জনস্বার্থের ক্ষতি করতে পারবে না। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ডিমলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতিতে প্রশাসন কাজ করবে।
তবে সচেতন মহলের অনেকই বলছে প্রশাসনে বা আইনের পাশাপাশি এ বিষয়ে সচেতন জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তা না হলে
খুব সহজে এই ধরনের অন্যায় কাজ বন্ধ করা সহজ হবে না।