
শরৎ শেষে কাটছে কৃষক,
হেমন্তের নতুন ধান।
হেমন্তকালে গাইছে কৃষক,
নানা সুরে নানা গান।
শরৎ শেষে হেমন্ত আসে,
গায়ে গায়ে উল্লাস।
শরৎ বিদায় হেমন্তকালে,
নবান্ন নবান্ন ফুল্লাল।
শরৎ শেষে হেমন্ত আসে,
কৃষকের বাড়ে কাজ।
হেমন্ত আসে কৃষাণীরা ব্যস্ত
সকাল বিকাল সাঁঝ।
হেমন্ত আসে শরৎ শেষে,
খোকা খুকুরা পুলকিত।
নতুন ধানের নতুন পিঠা,
হচ্ছে আজি আনন্দিত।
শরৎ শেষে হেমন্তের দিনে,
কত কথা মনে ভাসে।
শরৎ শেষে নতুন ধানে,
হেমন্তের ছোঁয়া আসে।