
আমার অন্তর কেঁপে উঠছে ভাই
আমি স্বাধীন দেশে যেন স্বাধীন নাই ।
যে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ,
দেখছি যেনো অনেকেই ভাবেন তিক্ততা ।
গিয়েছে যাদের ইজ্জত হারিয়েছে স্বজন ,
আজও তাদের অন্তরে হয় রক্ত ক্ষরণ ।
ভেসে উঠে যখন সেই কল্পনায় বিভিষীকা ,
সোনার বাংলার মেতে উঠেছিল যবানিকা।
শুনেছি মুরুব্বিদের কাছে সেই বিভীষিকাল,
এখন যেন নিত্যদিনের বাঙলার হাল চাল ।
পেটের ক্ষুধা পিপাসা গেছে হারিয়ে যেন ভয়ে ,
নাই কোন নিরাপত্তা আছি আতঙ্কিত হৃদয়ে ।
ফ্যাসিবাদী দুর্নীতি করেছে শাসন শৈরাচার ,
মনে হয় সবাই মুক্তিযোদ্ধা নাই কোন রাজাকার ।
সুন্দরী নাড়ি যেমন হারালে অকালে জামাই,
আমার সোনার বাংলার হাল এখন মনে হচ্ছে তাই।