
সানজিদা রুমা নরসিংদী:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নরসিংদী সদর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ ও মন্দিরে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন। রবিবার খোকনের পক্ষ থেকে ৮৯ টি পূজা মন্ডপ ও মন্দির কমিটির নিকট বিশ হাজার টাকা করে মোট ১৭ লক্ষ ৮০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরির সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খায়রুল কবির খোকন। এসময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবীর কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূইয়া, মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মাধবদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক বর্মন প্রিন্স,শীলমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: বোরহান উদ্দিন চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা প্রমুখ।
খায়রুল কবির খোকন বলেন, তারেক রহমানের নির্দেশে নরসিংদীর পূজামন্ডপগুলোতে এ আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।