
মানুষ মানুষ করলে সে,
হয় না ভালো মানুষ।
ভালো মানুষের রুপ নিয়ে,
সে হয়েছে অমানুষ।
মানুষ রুপে জন্ম নিয়ে,
মানুষ করে খুন।
মানুষ হিসেবে সমাজে তার,
নাই কোনো গুণ।
মানুষের জন্য যে মানুষটি,
বিপদে না আসে।
তার বিপদে কোনো মানুষ,
থাকবে না তাঁর পাশে।
মানুষের সেবা যত্ন করা,
খারাপের কিছু নয়।
মানুষের সেবা করলে বরণ,
খোদা স্বয়ং খুশি হয়।
মানুষ মানুষ করে যে,
নাই তো বিবেক তার।
এ সমাজে জন্ম নিয়েছে,
বিবেক নাই যে আর।
মানুষ রুপে জন্ম নিয়ে,
মানুষের করি ভালো।
বিবেক বুদ্ধি নাই যাহার,
নাই তাঁহার আলো।