শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

জগন্নাথপুর উপজেলায় ৩৭ টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতির রঙে উৎসবের আমেজ

Coder Boss
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ Time View

 

শাহ্ ফুজায়েল আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা পূজা উপলক্ষে আনন্দ উৎসব পালনের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন। সনাতন ধর্মালম্বীদের সকল উৎসবের মধ্যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গাপূজা। ঢাকঢোলের শব্দে উৎসবের আমেজ নিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এ বছরের দুর্গোৎসব। জগন্নাথপুর উপজেলার পৌরসভাধীন পৌর এলাকায় ৭ টি,পূজা মন্ডপ এবং ৮ টি ইউনিয়নে ৩০ টি পূজামণ্ডপ, উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৩৭ টি মন্দির-মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। মাটির প্রলেপে ফুটে উঠছে দেবী দুর্গার অবয়ব, শীঘ্রই শিল্পীদের তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠবে প্রতিটি প্রতিমা।

উপজেলার বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। পাশাপাশি তারা প্রতিমা নির্মাণ ও রঙের কাজে মনোনিবেশ করেছেন।

২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হবে। এ বছর দেবী দুর্গা গর্জনরত সিংহে চড়ে আগমন করবেন এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে পালকীতে করে গমন করবেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বীজন কুমার দেব, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে স্থানীয় পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। সদস্য সচিব বিভাষ দেব, পৌর কমিটির আহ্বায়ক প্রদীপ সূত্রধর, সদস্য সচিব দীপক কুমার দেব, সাংবাদিক অমিত দেব, বাচ্চু রায়, খোকন সূত্রধর, জানান উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় এবার পূজার উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, উপজেলার সকল পূজা মন্ডপে জগন্নাথপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নজরদারি থাকবে, সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য থানা পুলিশের ইমারজেন্সি টহল টিমের পাশাপাশি নারী এবং পুরুষ আনসার সদস্যগণ উপজেলা সকল পূজা মণ্ডপে সার্বক্ষণিক অবস্থান করে পূজা মন্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

শারদীয় দুর্গাপূজা ঘিরে এখন জগন্নাথপুর উপজেলা জুড়ে বইছে আনন্দ-উচ্ছ্বাসের উৎসবের বাতাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102