
আশ্বিন মাসে আকাশ থাকে
আশ্বিন মাসে আকাশ থাকে,
ছেঁড়া মেঘে ঢাকা।
ক্ষেত খামারে চারিদিকে শুধু,
সবুজের ঢেউ আকা।
নদীর কুলে উড়ছে কত,
সাদা সাদা ফুল।
আশ্বিন মাসে হাওয়ায় হাওয়ায়,
খায় শুধু দুল দুল।
আশ্বিন মাসে শরৎকালে,
আকাশ থাকে নীল।
নদীর বুকে ক্ষীণ স্রোতে,
মাছেরা করে কিলবিল।
আশ্বিন মাসে গাছে গাছে,
ডাকে কত পাখি।
সবুজের ঢেউ চারিদিকে,
জুড়ে যায় মোর আখি।
টাকা থাকলে রয় না ভালো
টাকা থাকলে রয় না ভালো,
রয় না কোনো সুখ।
টাকায় বাড়ে অশান্তি আর,
সকল কাজে দুখ।
টাকা থাকলে এটা সেটা,
লাগে অসুখ বিসুখ।
টাকা দিয়ে ফ্যাসাত করে,
হয়ে যায় প্রভু বিমুখ।
টাকার জোরে করে সবাই,
জুলুম আর নির্যাতন।
টাকার জন্য আজিকে মানুষ,
হচ্ছে তারা অধপতন।
টাকা থাকলে শান্তি থাকে না,
থাকে না কোন সুখ।
টাকার কারণে এই সমাজে,
বাড়ছে অশান্তি দুখ।
দেশের পাখি
দেশের পাখি ময়না, টিয়ে,
কোকিল, শালিক ডাকে।
দোয়েল, কোয়েল ফিঙে
পাখি ডাকে তারে ফাঁকে।
বুলবুলি টা ডাকছে আবার,
বাবুই চড়ুই শ্যামা পাখিকে।
হলদে পাখি বলছে এবার,
চলো সবাই বনে যাবো যে।
টুনটুনি টা সকাল বিকাল,
ডালিম গাছে এসে।
লেজ উঁচিয়ে তিরিং বিরিং,
নাচ জুড়েছে শেষে।
দেশের পাখি দেশে থাকে,
যায় না কোথাও দুরে।
মান অভিমান ঝেড়ে ফেলে,
আপন নীড়ে সে ফিরে।
শরতের শোভা
শরৎ এলে চারি দিকে,
সবুজের ঢেউ খেলে।
নীল আকাশে পাখি উড়ে
দুটো ডানা মেলে।
শরৎ এলে মেঘেরা সব,
দল বেঁধে উড়ে চলে।
গাঙচিলেরা বেড়ায় উড়ে,
নদীর কুলে কুলে।
শরৎ এলে মাঠে মাঠে,
সবুজের ছোঁয়া পড়ে।
ছোট ছোট পাখিরা মিলে
ফড়িং পোকা ধরে।
সরৎ এলে প্রকৃতি এক,
অপরুপ শোভা পায়।
শরৎ এলে নদীর কুলে,
কাশফুল ভরে যায়।