মানুষের জীবনে কিছু বন্দুত্ব থেকে যায়
হাজার কথা কাটাকাটি ঝগড়াঝাটি
মান অভিমান শেষও দিনের পর দিন
প্রকৃত বন্ধুত্ব সহজে ভেঙে যাওয়ার মতো ঠুনকো নয়
কিছু কিছু বন্দুত্বের সম্পর্ক আজীবন থেকে যায়
দিনের পর দিন কথা বলা হয়তো না হোক
মাসের পর মাঝে দেখা না হোক
জীবনের মেজর আপডেটের
কোনো খবর চালাচালি না হোক
তবুও আবার যখন দেখা হয়,কথা হয়
মনে হয় সবই একই আছে
জানি না তোর সাথে আবার কবে দেখা হবে
তোর প্রতি ভালোবাসা সারা জীবন থাকবে
তুই আমার ছোট বেলার বন্দু,খেলার সাথী
যখন দেশে ছিলি দেখা হতো মাঝে মাঝে
কিন্তু জানি না তোকে আবার বন্দু বলে ডাকব কবে
তোকে জড়িয়ে ধরব আসতে আসতে বস বন্দু
সাথে দুরত্ব হয়ে যাচ্ছে যার যার
জীবন নিয়ে মহা এক ব্যাস্থ
তোর কথা আমার সব সময় মনে পড়ে
আরোবেশী মনে পড়বে
ইনশাহল্লাহ আবার এক সুন্দর এক দিন
ঘয়তো দেখা হবে যদি থাকি বেঁচে
যেই আসা নিয়ে জাপানে যাচ্ছো
সেই আসা যেনো হয় পুরন
মহান রবের কাছে এই মিনতি।