ইমরান আহমদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম তালুকদার গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। ২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ওসি বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিক এবং পুলিশ প্রশাসনের সু সম্পর্ক থাকলে সমাজ থেকে মাদক,চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি সহ নানা রকম অনিয়ম, দুর্নীতি দুর করা সম্ভব। তথ্য সংগ্রহ, সঠিক সংবাদ প্রকাশে কোন সাংবাদিক হুমকির মুখোমুখি হলে সেটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবো। গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সদস্য আব্দুল মালিক, সহ সভাপতি নোমান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, নির্বাহী সদস্য মারজানুল আজহার জুনেদ।