শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

আগামীকাল খিলগাঁও সামাজিক সংস্থার ২৫ বছর পূর্তি ও নবনির্মিত মসজিদের উদ্বোধন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩৪ Time View

 

নিজস্ব প্রতিবেদক:
খিলগাঁও সামাজিক সংস্থা (কেএসএস)-এর ২৫ বছর পূর্তিতে খিলগাঁও সামাজিক সংস্থার উদ্যোগে ও খিলগাঁও আবাসিক এলাকার পরিবেশ রক্ষা কমিটির (কেপিআরসি) সহযোগিতায় খিলগাঁও তালতলা কবরস্থানে আগামীকাল ০৩ অক্টোবর ২০২৫ খ্রী: শুক্রবার, বিকাল ৪-৩১ ঘটিকায় খিলগাঁও সামাজিক সংস্থার পরলোকগত সদস্যবৃন্দ, পরলোকগত এলাকার অধিবাসীগণের এবং খিলগাঁও তালতলা কবরস্থানে সমাহিত মরহুমও মরহুমাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও বিদেহী আত্মার শান্তি কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল এবং নবনির্মিত মসজিদ উদ্বোধনের আয়োজন করা হয়েছে।
স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সন্মানিত প্রশাসক মোঃ শাহাজান মিয়া এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সম্মানিত প্রশাসক মোহাম্মদ এজাজ উপস্থিত থাকবেন। এছাড়াও সমাজের বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ, সুধিজন ও সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্থরের ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন, খিলগাঁও সামাজিক সংস্থার নির্বাহী সভাপতি প্রকৌশলী আবু জাফর শামসুদ্দিন মিন্টম, সভায় মূল বক্তব্য উপস্থাপনা করবেন, খিলগাঁও সামাজিক সংস্থার নির্বাহী সভাপতি, খিলগাঁও সামাজিক সংস্থার, সাধারণ সম্পাদক ও খিলগাঁও আবাসিক এলাকার পরিবেশ রক্ষা কমিটির সভাপতি মু. হাফিজুর রহমান ময়না।
নব নির্মিত মসজিদ উদ্বোধন, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সংশ্লিষ্ঠ সকলকে উপস্থিত হতে সংগঠনের পক্ষ হতে অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102