ইছাহাক আলী, এনায়েতপুর-চৌহালী (সিরাজগঞ্জ):
গতকাল (২ সেপ্টেম্বর) চৌহালীতে আসন্ন মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ সফলভাবে বাস্তবায়নের জন্য এক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। চৌহালী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই সভা স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত জনসচেতনতা সভায় চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তানভীর হাসান মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত চৌহালী উপজেলা টাস্কফোর্স কমিটির সন্মানিত সভাপতি ও চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক, চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: ফিরোজ উদ্দিন , উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন কর্মকর্তা এবং চৌহালী উপজেলার সকল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, প্রশাসক, প্যানেল চেয়ারম্যানবৃন্দ।
“মা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে এবার মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হচ্ছে। এই অভিযান আগামী ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। উল্লেখিত সময়ে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।