মোঃ রায়হান পারভেজ নয়ন
নীলফামারি প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলার খগার হাট মিনি স্টেডিয়ামে হাজারো দর্শকের উপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য, প্রার্থী জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহারিন ইসলাম চৌধুরী তুহিন।
ফাইনাল খেলায় দিনাজপুর জেলা দলের মুখোমুখি হয় বাউরা একাদশ। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে দিনাজপুর ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। বিজয়ী দলকে ট্রফি তুলে দেওয়ার সময় মাঠজুড়ে উচ্ছ্বাস আর করতালিতে মুখরিত হয়ে ওঠে দর্শকসারি।
খেলা আয়োজন করে ডিমলার খগা হাট কেপিএস ক্লাব। আয়োজন কমিটির পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টিই ছিল এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহারিন ইসলাম তুহিন বলেন, “তরুণ সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাপরায়ণ করে এবং মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখে। আমি বিশ্বাস করি, আগামী দিনের তরুণ প্রজন্ম সঠিক নেতৃত্বে দেশকে এগিয়ে নেবে।
এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
স্থানীয় জনসাধারণ জানান, এ ধরনের উদ্যোগ শুধু খেলাধুলার প্রসার ঘটাবে না, বরং সমাজে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।