
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
রাত্রি দ্বিপ্রহর, অমাবস্যার শশাঙ্ক হীন নিশি, ভাদ্রের অবিশ্রান্ত ধারা
মনের বিষন্নতা অন্তরের অন্তস্তল থেকে উঠে
আসছে নিজস্ব হাহা কারে!
তাপদহন হীন সুপ্ত আগ্নেয়গিরি ম-ম চিত্ত নিদ্রাহীন সারা ক্ষপা
প্রতিশ্রুতির বন্যায় ভাসছি বেহুলার ভেলায়, নিজ দেশে পরবাসী, বলি কারে ?
দেশের শ্রেষ্ঠ সন্তানদের অপত্য স্নেহে লালনপালন করা শস্য শ্যামল দেশ
আজ বর্গীর অবাধ বিচরণ ক্ষেত্র, মানুষ বেঁচে আছে হর্ষ বিস্বাদে অনিশ্চিত জীবন !
সব মনে পড়ে গভীর নিস্তব্ধ রাতে, তীব্র যন্ত্রণায় কুঁকড়ে উঠি
গুমরে কাঁদে অন্তর যেন মৃত্যু আত্মা, হায়রে আমার দেশ বাঁচাবে কোন জন?
সারাবিশ্বে অস্ত্রের ঝলকানি, ভূমিদস্যুতায় প্রতিযোগিতা, কে শক্তিধর
নিরন্ন মানুষ, নারী শিশু ক্ষুধায় মরছে ফিলিস্তিন গাঁজা !
সুজলা সুফলা বাংলার পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে, নূয়ে পড়েছে গোলাপ জবা গন্ধরাজ
অবিচল ভাদ্রের ক্ষণেক্ষণে ঝরা, খোলা আকাশে যামিনী বাস, ঈশ্বরের কেমন সাজা?
জীবনের আজ রক্ত লাল গোধূলি লগ্ন, নিরব বিষন্ন তায় আচ্ছন্ন
অভিশাপের সর্পিল স্পর্শ, জ্বলে যায় হৃদপিণ্ড, অভিশপ্ত আমার জাতি!
অনুক্ষণ জ্বলি অন্তর্দাহে, বঞ্চনার প্রবঞ্চনাময় জর্জরিত আমার দেশ
অদ্বৈতবাদ বলে, “জীব ই ঈশ্বর ঈশ্বরই জীব”, হে মহাপ্রভু, আমি নির্গুণ নির্বোধ, পাঠাও উদ্ধার করার মত কোন জ্ঞাতি!