
মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা প্রতিনিধি সুনামগঞ্জ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। (১ অক্টোবর ২০২৫) অনুমোদিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সামিউল হক এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ সানি মিয়া।
সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মুরাদ চৌধুরী। এছাড়া সিনিয়র যুগ্ম সম্পাদক রিফাত মিয়া, যুগ্ম সম্পাদক আশরাফুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল রহমান এবং দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম খান মনোনীত হয়েছেন।
নবগঠিত কমিটি অনুমোদন করেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুমিত ইসলাম এবং সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সচিব মো: তারেক মিয়া।নবনির্বাচিত সভাপতি সামিউল হক সৌরভ বলেন,আমি খুবই আনন্দিত। আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে। আমরা দেশের ও জনগণের কল্যানে কাজ করে যাব ইনশাআল্লাহ।