লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
ইরান পরমাণু অস্ত্রের মালিক হয়ে গেছে! রাশিয়া চীন তাকে আকাশ প্রতিরক্ষা দিয়েছে! আজ ইরান রাশিয়ান S – 400 এর মালিক, আরো আছে রাফায়েল, তেজস, ব্যারাক, ব্রক্ষ্মস, মিগ ২৯ এসেছে রাশিয়া থেকে, চায়না মিশাইল ওয়ার হেড সংযুক্ত করতে পারবে যার অতিক্রম ক্ষমতা চব্বিশ শত কিলোমিটার ! রাশিয়ার সাথে ৮ টা পরমাণু কেন্দ্র তৈরি করে দিতে রাশিয়ার সাথে চুক্তি হয়েছে!
রাখে আল্লাহ মারে কে? আমেরিকার হুমকি ধামকি ইরান অগ্রহ্য করে পরমাণু বোমার মালিক হলো!
রাশিয়া চীন ভারত ইরান উত্তর কোরিয়া জোট বিগত WARS জোটের মত শক্তিশালী। ভারত কে সরিয়ে নিতে ট্রাম্প স্যার সুর নরম করেছেন, ইতিমধ্যে ভারত জাতিসংঘের স্হায়ী সদস্য হয়ে ভেটো পাওয়ার পেয়ে গেছে! এশিয়ায় এখন তিনটা দেশের ভেটো পাওয়ার আছে!
আমার জীবন ভানু পশ্চিম আকাশে ঢলে পড়েছে, তবু ও ভুলে যাই নাই মানুষের সুখ-দুঃখ, ন্যায় অন্যায়, আমি বাঙালী, আমি মুসলমান, সব ধর্মের সবাই মানুষ, বাচার অধিকার আছে সবার!
সারাবিশ্বে চলছে মার্কিন আগ্রাসন, ছোট দেশগুলো অস্তিত্ব সংকটে দিশে হারা, মুসলিম বিশ্ব জালিমের আঘাতে ক্ষতবিক্ষত, আফগান ইরাক লিবিয়া সিরিয়া বাংলাদেশের বুক অসুরের পদপৃষ্ঠে চাপা পড়ে গেছে! ইরান কে টার্গেট করে কাতারে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান আসছে ঝাঁকে ঝাকে!
আসলে মতলব আরো কিছু, বাংলাদেশের সাথে রাখাইন সাত্রিশ হাজার ভূখন্ড একত্রিত করে একটা দেশ তৈরি প্রস্তাব মার্কিন সিনেটে উঠেছে! রাখাইনে একচল্লিশ লক্ষ লোক সংখ্যা, অশিক্ষা কুশিক্ষায় ভর্তি এক জনগোষ্ঠী! এ আর এক নাটক, দেশ আমাদের, কার সাথে যুক্ত হবে তা নির্ধারণ হয় মার্কিন পার্লামেন্টে? গত চুয়ান্ন বছর তো এমন সাহস পায় নাই!
প্রিয় পাঠক, মুসলমান বিশ্বে প্রায় একত্রিশ শতাংশ, সাতান্ন টা মুসলমান দেশ, মার খায় বিশ্বে যাদের লোক সংখ্যা ০.২%, মাত্র একটা দেশ! কারন মুসলমান আছে ইসলাম নাই! লেবাস আছে ধর্ম নাই! দাড়ি জুব্বা নিয়ে দুর্গার পায়ে লুটায়! উদ্দেশ্য নির্বাচনে সংখ্যা লঘু ভোট!
লন্ডন রোম মাদ্রিদ প্যারিস অটোয়া টোকিও সব জায়গায় লক্ষ লক্ষ লোক গাজায় হত্যা বন্ধে রোডে নেমে আমেরিকান রাষ্ট্রদূত অফিস ঘেরাও করে রেখেছে, ঢাকা পিন্ডি রিয়াদ কুয়েত কাতার আবুধাবি কোন মিছিল হয় না কেন? কারন মুসলমান মাংস জড়ানো হাড্ডি পেলে আর ঘেউঘেউ করে না, মনে করেনা কুরআনে কি বলেছে, নবী কি করেছেন, তাদের ক্ষমতায় নেয়ার দেবতা মার্কিন যুক্তরাষ্ট্র!
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।