
সুখ সুখ করি মোরা,
সুখ কি, তা জানি?
জানিনা বলেই আজও মোরা,
যাতনার বারিধিতে ভাসি।
ইটের বাড়ি সুন্দর গাড়ি,
থাকলেই কি সুখী?
টিনের বাড়িতে থাকে যারা,
তারাই কি তবে দুঃখী?
সুখ তো হচ্ছে মনের ব্যাপার,
অর্থ কেন আসে?
অল্প পেয়ে যেখুশি হবে,
সুখী তো হবে সে।
তবে সুখী হতে হলে,
আছে অর্থেরও দরকার।
তবে সেই অর্থ লাগেনা,
ভূধর পরিমাণ।
তাই যদি না হবে,
টাকা ওয়ালা লোকজন,
সুখ কিনলেই পারে!
তবে তারা কেন আজও,
নিদ্রাহীন রজনী কাটে।
একটু ঘুমের জন্য তারা,
ঘুমের ঔষধ কিনে।