
মোঃ রায়হান পারভেজ নয়ন
নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় চলমান বুড়িতিস্তা নদী পুনঃখনন প্রকল্পের অগ্রগতি ও গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেছেন সামরিক ও বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) দুপুরে প্রকল্প এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন সৈয়দপুর ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. আযাদ। পরিদর্শনকালে তিনি প্রকল্পের চলমান কাজের মান, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মিজানুর রহমান, নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান এবং সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী প্রমুখ।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রকৌশলীরা প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন। ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. আযাদ কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তারা নদী পুনঃখননের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় কৃষকদের সেচ সুবিধা বাড়বে, জলাবদ্ধতা দূর হবে এবং নদী-ভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণের সুযোগ সৃষ্টি হবে।
পরিদর্শন শেষে কর্মকর্তারা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।