মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় এক সেনা সদস্যকে হেনস্তার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সমকামিতার অভিযোগ তুলে সেনাবাহিনীর ওই সদস্যকে রশি দিয়ে বেঁধে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে একটি কিশোর গ্যাং। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—
গোলমুন্ডা হাইস্কুল মাঠসংলগ্ন এলাকার বাসিন্দা আফজাল হোসেনের পুত্র এবং কিশোর গ্যাংয়ের নেতা ও ছাত্রদলের সাবেক ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দীন,
তার বড় ভাই পল্লি চিকিৎসক ডা. সিহাব উদ্দীন,
স্থানীয় মোশাররফ কাজীর পুত্র ও ছাত্রদল নেতা, নীলফামারী সরকারি কলেজের কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান,
মোজাম উদ্দীনের পুত্র রাকিব হাসান।
এ ঘটনার পর এলাকায় উৎকণ্ঠা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দেখা গেছে, কিছু ছাত্রলীগ নেতাকর্মী অভিযুক্তদের শিবির সংশ্লিষ্ট বলে প্রচার করছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক আল আমিনের উপর হামলা করে গোলমুন্ডা ইউনিয়নের গণঅধিকারের সেক্রেটারি আলম হোসেন। সাংবাদিক আলামিনের উপর হামলার তীব্র নিন্দা জানান,প্রেসক্লাব জলঢাকার সভাপতি কামারুজ্জামান।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।